মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন
প্রথম ধাপের ইউপি নির্বাচনে বাউফলে ৮ ইউনিয়নে আ.লীগ, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
পটুয়াখালী সংবাদদাতা।। প্রথম ধাপের ইউপি নির্বাচনে সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাউফল উপজেলার ৯ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে বগা ইউনিয়নে ইভিএমের মাধ্যমে এবং বাকি ৮ টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হয়। এতে ৮টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোমবার (২১ জুন) উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রোজা বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বেসরকারীভাবে ফলাফলে মো. এনামুল হক আলকাছ মোল্লা ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
অপরদিকে কনকদিয়া ইউনিয়নে শাহিন হাওলাদার, ধুলিয়া ইউনিয়নে মু হুমায়ন কবির, বগা ইউনিয়নে মো. মাহামুদ হাসান হাওলাদার, আদাবাড়িয়া ইউনিয়নে মো. মন্জুর আলম হাওলাদার, কেশবপুর ইউনিয়নে অধ্যক্ষ সালেহ্ উদ্দিন পিকু, কাছিপাড়া ইউনিয়নে মো. রফিকুল ইসলাম তালুকদার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগে কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন জামাল ও কালাইয়া ইউনিয়নে এস এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা নৌকা প্রতীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply