মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

চঞ্চল সাহা।। কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো.নিজাম উদ্দিন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১ টার দিকে সি-বীচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ী কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুর এলাকায়। সে ওই এলাকার মো.জয়নাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম ঢাকায় রিক্স শ্রমিকের কাজ করে আসছে। করোনার কারনে কয়েক মাস ধরে সে বেকার অবস্থায় বাড়ীতে রয়েছেন। বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে কুয়াকাটা সৈকতে গোসল করতে যায়। তবে সে সাঁতার জানতো না। দুপুরে স্থানীয় লোকজন নিজামের লাশ সৈকতে পড়ে থাকতে দেখে পুলিশৈ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশটি উদ্ধার করে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের পটুয়াখালী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply