শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়ায় দিন দিন বেড়েই চলছে করোনা রোগীর সংখ্য। নতুন করে আরও ১১জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার (২৭ জুন) নতুন ১১ জন করোনায় আক্রান্ত হয়। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিশ্চিত করেছেন।
এরা হলেন, নাচনাপাড়ার মেহের আফরোজ (২৬) ও নাছিম পারভেজ, ঢাকার গুলশান রোড নং-৩০ এর এম এম শাহীন (৪৫), যাত্রাবাড়ী কেরানীপাড়ার মাহফুজুর রহমান (৩৪), মহিপুর ইউনিয়নের কমরপুরের তানিয়া, কলাপাড়া পৌর শহরের নতুন বাজারের সুমাইয়া শাহজাদী (২৫), কাজল (১৬), মাদ্রাসা রোডের সাহিদুর রহমান (৩৩) লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামের হাসান (২২), বিজয়স্বরনী হিমেল মিয়া (৩০), এবং মুনসুর আহমেদ (২৫), বদরদী বৌসা,হবিগঞ্জ, সোলায়মান (২৫), তাতিপাড়া, তালতলী।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply