শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় করোনা সংক্রমণরোধে জারি করা কঠোর বিধিনিষেধ (লকডাউন) অমান্য করার দায়ে ২০ জনকে ১৪ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ জুলাই) উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও ১৪ জন পথচারীকে জরিমানা করা হয়।
এ সময় অভিযুক্তদের স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি জানান, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানা, সচেতন করাসহ যারা সরকারি নির্দেশনা অমান্য করেছেন, তাদের জরিমানা করা হচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply