আমতলীতে তালা বদ্ধ ঘরে আগুন; সবকিছু পুড়ে ছাই | আপন নিউজ

শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে সাংসদের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন আমতলীতে রাজহাঁস নিয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে আ’হ’ত-৯ মানুষের কৃতকর্মে বিষাক্ত হয়ে উঠছে পৃথিবী গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী গলচিপায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতি হবে আগামী ৫জুন গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরগী ব্যবসায়ীকে মা’রধ’র গলাচিপায় অপার সম্ভাবনাময় সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন
আমতলীতে তালা বদ্ধ ঘরে আগুন; সবকিছু পুড়ে ছাই

আমতলীতে তালা বদ্ধ ঘরে আগুন; সবকিছু পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে বৃদ্ধ আইউব আলী হাওলাদারসহ পরিবারের তিন সদস্য জেল হাজতে। তালা বদ্ধ ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। স্বজনদের অভিযোগ ভিটে মাটি থেকে উচ্ছেদ এবং বাড়ী দখল করতেই প্রতিপক্ষ জয়নাল মাতুব্বর ও তার লোকজন আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।



ঘটনা ঘটেছে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে রোববার রাতে।

জানাগেছে, ১৯৮৯ সালে রেনু বেগম ১.৫০ একর খাস জমি স্থায়ী বন্দোবস্থ পায়। ওই জমিতে ঘর-বাড়ী নির্মাণ করে গত ৩০ বছর ধরে রেনু বেগম ও তার পরিবার বসবাস করে আসছে। গত ১৭ জুন জয়নাল মাতুব্বর তার জমি দাবী করে ওই জমিতে কাজ বন্ধের অভিযোগ এনে বরগুনা পারিবারিক আদালতে আইউব আলী হাওলাদার, তার স্ত্রী রেনু বেগম ও ছেলে বশির হাওলাদাকে আসামী করে মামলা দায়ের করেন। আদালতের বিচারক আরিফুর রহমান তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গত ২ জুন রাতে ওই মামলায় পুলিশ বৃদ্ধ আইউব আলী হাওলাদার (৭০), তার স্ত্রী রেনু বেগম (৬৫) ও ছেলে বশির হাওলাদারকে (৩৫) গ্রেফতার করে। গত ১০ দিন ধরে তারা বরগুনা জেল হাজতে রয়েছেন। ওই সুযোগে জমি থেকে উচ্ছেদ ও বাড়ী দখলের জন্য জয়নাল মাতুব্বরের ছেলে নজরুল মাতুব্বর তার সহযোগী লালন ফকির ও আমিনুল ইসলাম রোববার রাত সাড়ে নয়টার দিকে তালা বদ্ধ ঘরে আগুন দেয় এমন দাবী স্বজনদের। স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের লেলিহান শিখায় ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্বজন ফাতেমা বেগম।

খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী শামীম মোল্লা, ইমরান মাতুব্বর ও জহিরুল ইসলাম বলেন, আগুনের লেলিহান শিখা দেখে ২০-২৫ জন যুবক মিলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। তারা আরো বলেন, বিদ্যুৎ বিহীন তালা বদ্ধ ঘরে আগুন লাগার রহস্য আমরা বুঝি না।

প্রতিবেশী হালিমা বেগম বলেন, এই ঘরের তিনজন সদস্যকেই পুলিশ ধরে নিয়ে গেছে। গত ১০ দিন ধরে এই ঘর তালা বদ্ধ। তিনি আরো বলেন, রাত সাড়ে নয়টার দিকে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে এনেছে।

স্বজন ফাতেমা বেগম ও কাজল রেখা অভিযোগ করে বলেন, প্রতিবেশী জয়নাল মাতুব্বর জমি ও বসত ভিটা নিয়ে একটি মিথ্যা মামলা করেছেন। ওই মামলায় গত ২ জুন আমার বৃদ্ধ ভগ্নিপতি, বোন ও বোনের ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা গত ১০ দিন ধরে জেল হাজতে রয়েছেন। এই সুযোগে ভিটে মাটি থেকে উচ্ছেদ এবং বাড়ী দখল করতে জয়নাল মাতুব্বর , তার ছেলে নজরুল মাতুব্বর, সহযোগী লালন ফকির ও আমিরুল ইসলাম পরিকল্পিতভাবে ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে জয়নাল মাতুব্বর ঘরে আগুন দেয়ার কথা অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসাতে তারাই ঘরে আগুন দিয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!