শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৪১ অপরাহ্ন
মোঃ ফিরোজ তালুকদার।। কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ রক্ষায় চারা রোপণ করা হয়েছে।
বুধবার সকাল দশটায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ৯ নং ওয়ার্ডের হিমু বিশ্বাসের বাড়ির সামনে ওয়াবদা রাস্তার পাশে এ চারা রোপণ করা হয়।
জানা গেছে, ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসের মত প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখার জন্য এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনক্রমে আল-ইমাদ ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমান সংস্থান এই কার্যক্রমের মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে এবং পরিবেশ সহ প্রাকৃতিক দূর্যোগ ও বেড়িবাঁধ ভাঙ্গন থেকে ঐ এলাকার জনসাধারণ ও এলাকাকে রক্ষা করবে।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ মাসুদ হাওলাদার, আমান এনজিওর অফিস স্টাব ড. মুহাম্মদ আবু ইউসুফ, বালিয়াতলী ইউনিয়নের বন বিভাগ ফরেষ্ট মোঃ মাহমুদ খান, চারা রোপণের তত্ত্বাবধায়নকারী মোঃ মনা মিয়া মোঃ রিগান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply