মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

আপন নিউজ অফিস।। কলাপাড়া উপজেলা ও পৌর কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রায় এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে শনিবার বেলা ১১টায় আওয়ামী দলীয় কার্যলয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ, কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রেসিডেন্ট নিউ নিউ খেইন।
এসময় উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হাওলাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মীর তারেকুজ্ঝামান তারা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কাউন্সিলর উম্মে তামিমা বীথি, পৌর শাখার কৃষক লীগের সভাপতি এসএস মুর্তাল্লাহ সৌরভ, সাধারণ সম্পাদক দোলন ঢালী।
এসময় উপজেলা কৃষক লীগের নেতাকর্মীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করে।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ কর্মসূতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply