শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় সরকার ঘোষিত ৪র্থ ধাপের কোভিড-১৯ মোকাবেলায় ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন বিধিনিষেধ ঘোষণা করায় উপজেলা সদর পৌরসভা হাঁট-বাজারে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ যথাযথভাবে লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে।
শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে খাদ্য পণ্য, ঔষধ, মাছ বাজার, কাচা বাজার ব্যতীত অন্যান্য শপিংমল সহ যন্ত্রচালিত পরিবহণ বন্ধ রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন মাইকিং করে সকল জনসাধারণকে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়া, জনসমাগম থেকে দূরে থাকা, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজারসহ মাস্ক ব্যবহারের কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার পৌরসভার বিভিন্ন জায়গায় ও ইউনিয়ন পর্যায়ে পথচারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করেন।
৪র্থ ধাপে লকডাউন নিয়ন্ত্রনের ক্ষেত্রে প্রশাসন যথেষ্ট ভূমিকা পালন করায় সুশীল সামাজ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply