বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহরের বড় কলবাড়ি পিছনে গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে একটি বাসার জানালার গ্রিল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। জানলার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে সেখান থেকে নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকাসহ বেশ কয়েক ভরি সোনার গয়না হাতিয়ে নেয়।
এঘটনায় বাসার মালিক মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কলাপাড়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার থানায় চোরের বিরুদ্ধে অভিযোগ, রাতেই অপসনিন ফার্মা জব এর সুমন তার ভাড়াটিয়া বাসা পৌর শহরের রহমতপুর এলাকার নিপা ভিলা হোল্ডিং থেকে নিজের মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে চোরের দল।
এভাবেই একের পরে এক কলাপাড়া পৌর শহরে চুরি বেড়েই চলছে। অজ্ঞাত কারণে চোরের দল ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
অতি শিগগিরই চোর ও চোরের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কলাপাড়া পৌরবাসী।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply