বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ “শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা”-এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা শিরিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউল্লাহ, সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিঞা, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশীদ খান, ব্র্যাক এনজিওর সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির পল্লী সমাজের সদস্য মুনতি ফারুক হোসেন, মোসা. হনুফা বেগম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা ও সভা শেষে জয়িতাদের সংবর্ধনা হিসেবে সম্মাননা স্মারক হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply