শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় তীব্র শীতে নিম্ন আয়ের মানুষ সহ সকলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। পৌষের শুরুতেই জেকে বসা শীতে কাঁপছে উপকূলীয় জনপদ গলাচিপা। ঘন কুয়াকাশার সাথে মৃদু হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে শহর ও গ্রামসহ চরাঞ্চলের জনজীবনে। ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ছয়টায় জেলায় সর্বন্মি ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীতের দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। অনেকেই খড় কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়েছেন। শীতের শুরু থেকে বেড়েছে গরম কাপড়ের কদর। শীতার্ত মানুষের পাশে এখনো দাড়ায় নি কোন সরকারী কিংবা বেসরকারী উন্নয়ন সংস্থা। উপজেলার হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।
গলাচিপা পৌর শহরের দিনমজুর আতাহার তালুকদার বলেন, শীতে শরীর ব্যাকা হয়ে যাচ্ছে। তাই আগুণ জালিয়ে আমরা কয়েকজন শীত নিবারণের চেষ্টা করছি। রিক্সা চালক জুয়েল মিয়া বলেন, আগে গভীর রাত পর্যন্ত রিক্সা চালিয়েছি। এখন শীতে সন্ধ্যার পর রিক্সা চালানো দায় হয়ে যায়।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই এলাকায় বেশ কয়েক দিন ঘন কুয়াশা বিরাজ করতে পারে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply