শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলী থানার পুলিশ সদস্য মোঃ জাকির হোসেনকে মারধর করা সেই যান্ত্রিক যান থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের লাইনম্যান মোঃ আবু সালেহ খানকে রবিবার রাতে পুলিশ গ্রেফতার করেছেন। সোমবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, তালতলী থানার পুলিশ সদস্য মোঃ জাকির হোসেন শনিবার সকালে থানার ডাক নিয়ে আমতলী উপজেলা সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন। ওই দিন বিকেলে কাজ শেষে তালতলীতে ফেরার জন্য আমতলী-কুয়াকাটা সড়কের আমতলী হাসপাতাল সংলগ্ন মাহেন্দ্র স্ট্যান্ড থেকে মাহেন্দ্র গাড়ীতে উঠেন। ওই গাড়ীর চালকের পিছনে চারজন যাত্রীর সিট রয়েছে। ওই সিট পুরণ হলেও যান্ত্রিকযান থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের লাইনম্যান মোঃ আবু সালেহ খান ওই গাড়ীর চারজনের সিটের স্থালে আরো একজন যাত্রী তুলে দিতে চেষ্টা করে। এ সময় সিভিল পোশাকে থাকা পুলিশ সদস্য জাকির হোসেন বেশী যাত্রী উঠনোর প্রতিবাদ করে। পুলিশ সদস্য লাইনম্যান আবু সালেহ খানের এ নৈরাজ্যের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয় সে। এক পর্যায় আবু সালেহ তার সহযোগীদের নিয়ে পুলিশ সদস্য জাকির হোসেনকে বেধড়ক মারধর করেন। পুলিশ পরিচয় নিশ্চিত হওয়ার পরেও তিনি ক্ষ্যান্ত হয়নি। পরে স্থানীয় লোকজন পুলিশ সদস্যকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার রবিবার রাতে পুলিশ সদস্য জাকির হোসেন বাদী হয়ে লাইনম্যান আবু সালেহ খান ও তার সহযোগী বেল্লাল সরদারসহ পাঁচ জনের নামে আমতলী থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ প্রধান আসামী আবু সালেহ খানকে ওই রাতেই গ্রেফতার করে। সোমবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, আসামী আবু সালেহ খানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply