শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় চর হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলার গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা বেলা ১২ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হালিম, ইউনিয়ন যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন হাওলাদার।
এ সময় সর্বসম্মতিক্রমে ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম শুভ ও সহ-সভাপতি পদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য দুলাল প্যাদা নির্বাচিত হন।
প্রধান অতিথি নাসির উদ্দিন হাওলাদার বলেন, শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার জন্য ম্যানেজিং কমিটি গঠন করা একান্ত দরকার। আপনারা সকলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এগিয়ে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। তিনি প্রতিনিয়ত অসহায়, গরিব, দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply