রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দীর্ঘদিনের জরাজীর্ণ লোহার পুল ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেরুখার বাজারে। বাজার সংলগ্ন লোহার পুলটি বিকট শব্দে খালের উপর আছড়ে পড়ে যায়। তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য মো. বাদল খাঁন। শেরুখার বাজার সংলগ্ন লোহার পুলটি নির্মিত হয়েছিল বেশ কয়েক বছর আগে। অত্যন্ত জনবহুল এই ব্রীজ, এই ব্রীজ দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, বয়োবৃদ্ধ, শিশু ও রোগী সহ প্রতিদিন প্রায় হাজার মানুষের যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
১৯ মার্চ শনিবার হটাৎ করে বিকট শব্দে আতংকিত হয় এলাকার সাধারণ মানুষ। মানুষ চলাচলের এক মুহুর্তে সেই লোহার পুলটি ভেঙ্গেচুরে খালের উপড়ে পড়ে যায়। বড় ধরণের দূর্ঘটনা না ঘটলেও মানুষ নিরাপদে তীরে এসে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শী মো. নজরুল ইসলাম বলেন, আমরা ব্রীজটি দিয়ে পার হয়ে ওপারে যাওয়ার সময় হঠাৎ এক পাশ থেকে একটা শব্দ আসে এতে আমরা দ্রুত ব্রীজ থেকে নেমে যাওয়ার সময় পুরো পুলটি ভেঙ্গে পরে নিমিষেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে অপর এক প্রত্যক্ষদর্শী মো. বাচ্চু শরীফ বলেন, অনেক পুরনো লোহার ব্রীজটি ভেঙ্গে পড়ায় আমরা এখন এপার থেকে ওপারে যেতে পারছি না। এতে অনেক সমস্যার সম্মুখিন হইতেছি আমরা। ব্রীজটি নতুন করে তৈরি না হলে আমাদের দুর্ভোগের সীমা থাকবে না।
ইউপি সদস্য বাদল খাঁন বলেন, ব্রীজটি আসলেই দু’পারের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেঙ্গে যাওয়ার বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির হাওলাদার বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানাবো।
গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবী এখানে এই লোহার পুল টি অতিদ্রুত মেরামত করে জনগনের চলাচলে উপযুক্ত মাধ্যম তৈরী করে দেওয়া হোক।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply