মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৯:৩৩ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ মোট চারজন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
বুধবার (১৮ মে) উপজেলার বিভিন্ন স্থান হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ১. জিআর -২১৫/১৮ (০৬ মাসের সাজা প্রাপ্ত) মোঃ আশ্রাফ গাজী, পিতা- জাহাঙ্গীর গাজী, সাং- চরখালী, ২. জিআর ৩২/২০- মোঃ রবিউল মোল্লা (৪৫) পিতা- মৃত আব্দুল হামিদ মোল্লা, সাং -পানখালী ৮নং ওয়ার্ড, চিকনিকান্দি, ৩. জি.আর ৯৭/২০ মোঃ রিয়াজুল হাং (৩৫), পিতা- মোঃ হাবিব হাওলাদার, সাং- টাট্টিবুনিয়া, ৪ নং ওয়ার্ড, ৪. নাঃ শিঃ ৪৮/২২ জয়নাল আবেদীন, পিতা-মৃত আঃ মজিদ খা, সাং- চর কপালবেড়া, ০৯ নং ওয়ার্ড।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত যেসকল আসামী এখনো ধরাছোঁয়ার বাইরে আছে তাদের গ্রেফতার করতে আমাদের প্রতিনিয়তই এ অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2022 aponnewsbd.com
Leave a Reply