শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার আঙ্গুলকাটার মুন্সী ব্রিকস ও শাখারিয়ার ঢাকা ব্রিকস নামে দুটি ইট ভাটায় বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে তোলার দায়ে ভাটা দুটির মালিকদ্বয়কে ১ লক্ষ টাকা জরিমানা ও ভাটা দুটি স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় আঙ্গুলকাটা গ্রামের মুন্সী ব্রিকস এ অভিযান পরিচালনা করা হয়। ইট ভাটাটি সরকারী খাস জমি দখল করে ইট বানানো এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে সুরঙ্গ করে ইটের ভ্যান চলাচলের জন্য সড়ক তৈরী করা এবং ওই সড়কে নিয়ম বর্হিভূতভাবে জাতীয় পতাকা টানানোর অপরাধে ইট ভাটার মালিক বদিউল ইসলাম বাদল মুন্সীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভাটার সকল কার্যক্রম স্থায়ী ভাবে বন্ধের জন্য সিলগালা করে দেয়া হয়। অন্য দিকে একই দিন দুপুর দেড়টার সময় শাখারিয়া গ্রামের ঢাকা ব্রিকসে অভিযান পরিচালনা করে এর কোন লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের কোন ছাড় পত্র না পাওয়ায় এর মালিক নসা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভাটাটি সিলগালা করে স্থায়ী ভাবে বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিকী।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবুবক্কর সিদ্দিকী জানান, ভাটা দুটি সরকারী নিয়ম বর্হিভূত ভাবে গড়ে তোলায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, লাইসেন্স এবং সরকারী জমি দখল ও বন্যা নিয়ন্ত্রন বাঁধ কেটে সড়ক তৈরী করার অপরাধে ভাটা দুটিকে ১ লক্ষ টাকা জরিমানা এবং স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply