মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীও অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরই মর্ত্যে আসছেন দেবী দূর্গা। দিনরাত পরিশ্রম করে নিপুন হাতে তৈরি করছেন দেবী দূর্গাকে। আসছে আগামী ২৫ শে সেপ্টেম্বর মহালয়া এবং আগামী ৩০ শে সেপ্টেম্বর পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীও উৎরদীয় দূর্গাপূজার মুল আনুষ্ঠানিকতা শুরু হবে।
শিশির ভেজা দূর্বা ঘাসের উপর ঝড়ে পরা বকুল ফুল কুড়ানোর সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন মাতৃভক্তবৃন্দ।ইতিমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্নরুপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা। গলাচিপা উপজেলায় চলছে প্রতিমা তৈরির কাজ।সারাদেশের মতো এই উপজেলা অনেক প্রতিমাশিল্পীকেও নিঘুম রাত কাটাতে দেখা যায়।সনাতন ধর্মাবলম্বী মাতৃভক্ত কুল পুজার ওই দিনগুলোর অপেক্ষায় প্রহর গুনছেন।ঢাকঢোল, বাঁশি, কাঁসর বাজনায় তালে তালে আরতি হবে, হবে গীতাপাঠ এবং ধর্মীও সংগীতানুষ্ঠান। এবছর দেবী দূর্গার আগমন গজে এবং ফিরবেন নৌকায়।
গলাচিপা পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমিত কুমার দত্ত মলয় বলেন, এ বছর ১২ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলিয়ে ২৯ টি পুজা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত দায়িত্ব) বলেন, শারদীয় দূর্গা পুজায় সরকারী নির্দেশনা যেটা আসবে সেটা মেনেই শারদীয় দূর্গা পালনের নির্দেশনা দেয়া হবে।অপ্রিতিকর ঘটনা এড়াতে মাঠে পুলিশ থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply