গলাচিপায় চোর সন্দেহে পাঁচ শ্রমিককে মধ্যযুগীয় নির্যাতন | আপন নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা
গলাচিপায় চোর সন্দেহে পাঁচ শ্রমিককে মধ্যযুগীয় নির্যাতন

গলাচিপায় চোর সন্দেহে পাঁচ শ্রমিককে মধ্যযুগীয় নির্যাতন

গলাচিপা প্রতিনিধি: গলাচিপায় গরু চুরির অপবাদ দিয়ে রাইস মিলের পাঁচ শ্রমিকেকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের পর কথিত পীরের পড়ানো ডিম সিদ্ধ ও পীরের নির্দেশনা অনুযায়ী মাথায় ১০১ কলস পানি ঢেলে ওই শ্রমিকদের গোসল করানো হয়েছে। এর আগে পীরের পড়ানো রুটি ওই শ্রমিকদের খাওয়ানো হয়। রবিবার (০১লা জানুয়ারি) বিকেলে গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ওই শ্রমিকদের ৪ জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আশংকাজনক হওয়ায় এক জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার শিকার শ্রমিকরা হলো রহিম খা (৬৫), বেল্লাল বিশ্বাস (৩০), আবু তালেব গাজী (৩৫), আলাউদ্দিন সরদার (৩৫) ও মোস্তফা (৫৫)। তারা সবাই গলাচিপা পৌরসভার ৬ নং ওয়ার্ডের শাহজালাল রাইস মিলের শ্রমিক। নির্যাতনের শিকার রাইস মিল শ্রমিক সরদার রহিম খা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন, কথিত পীরের কাছ থেকে রুটি পড়া এনে চোর সন্দেহে তাকে জোর করে রুটি খাওয়ায় গরুর মালিক কুদ্দুস প্যাদা। একই সঙ্গে তার শ্রমিকদের পড়ানো রুটি খাওয়ানো হয়। এর কিছুক্ষন পরে তিনি সহ শ্রমিকরা অসুস্থ হয়ে পরে। পরে তাদের ওপর শুরু হয় নির্যাতন, মারধর। এসময় তারা চেতনা হারিয়ে ফেলে। পরের ঘটনা তারা আর বলতে পারেন না। স্থানীয় শত শত মানুষের সামনেই চলে এই কর্মযজ্ঞ। রহিম খা আরও বলেন শ্রমিকদের পারিশ্রমিকের ৭৫ হাজার টাকা তার সঙ্গে ছিলো। ঘটনার পর থেকে সেই টাকা ও তার ব্যবহৃত মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন আমরা নির্দোষ, নিরীহ শ্রমিক বিনা দোষে এমন নির্যাতন করলো। এখন আমরা সমাজে মুখ দেখাতে পারছি না।’ এদিকে প্রত্যাক্ষদর্শী স্থানীয় কয়েক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি ৬নং ওয়ার্ডের বাসিন্দা কুদ্দুস প্যাদার গোয়াল থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। সেই গরু চুরির সন্দেহে রবিবার ওই শ্রমিকদের ধরে পীরের পড়ানো রুটি খাওয়ানো হয়। পরে পীরের নিদের্শ অনুযায়ী মাথায় ১০১ কলস পানি ঢেলে গোসল করানো হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ওই শ্রমিকদের গলাচিপা থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মমিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক লক্ষন দেখে মনে হয়েছে শ্রমিকদের যে রুটি খাওয়ানো হয়েছে তাতে ফুট পয়জনিং ছিলো। এছাড়া ওই অবস্থায় তাদের শরীরে একাধিকবার পানি দেয়ায় ঠান্ডাজনিত সমস্যায় অসুস্থ হয়ে যায়।’

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ‘বিষয়টি জানার পরে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!