শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আনন্দ র্যালী ও আলোচনা সভা।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীলীগ দলীয়
কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন ফকির, পৌর আওয়ামীলীগ সাবেক সভাপতি এ্যাড.একেএম বাহাদুর শাহ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ ও আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগ সহ-সভাপতি কাইউম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন ফকির,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম বিশ্বাস, আশিকুর রহমান আসলাম, লিংকন খাঁন, রুবেল গাজী ও পারভেজ খাঁন প্রমুখ। অপর দিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলামের নেতৃত্বে পৌরসভা প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসুচী পালন করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply