শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চিকনিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ঘরে একা পেয়ে কৃষ্ণ দেবনাথ নামের এক তরুণ তাকে ধর্ষণ করে। এসময় ওই কিশোরীর চিৎকারে বাড়ীর মহিলারা এগিয়ে এলে ওই তরুণ পালিয়ে যায়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন জানান, ভুক্তভোগীর পরিবার বুধবার সকালে জনপ্রতিনিধিদের কাছে ও গলাচিপা থানায় অভিযুক্তকে আসামি করে অভিযোগ করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্তকে আসামি করে নারী ও শিশু দমন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply