শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার পুর্ব বাদুরগাছা গ্রামে নানী বাড়ির পুকুরে ডুবে তিন বছরের শিশু পুত্র রাব্বি মারা গেছে। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে।
জানাগেছে, তালতলী উপজেলার পুর্ব বাদুরগাছা গ্রামের নানী সাহিদার কাছে তিন বছরের শিশুপুত্র রাব্বিকে রেখে বাবা আনোয়ার হোসেন ও মা শারমিন ঢাকায় থাকেন। বুধবার দুপুরে নানীর অগোচনে শিশু রাব্বি বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। নাতিকে না পেয়ে নানী বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। দুই ঘন্টা পওে স্বজনরা শিশুকে মৃত্যুবস্থায় পুকুর থেকে উদ্ধার করেছে।
নানী সাহিদা বিলাপ করে বলেন, মোর নাতি পুহুইরে পইর্যা মইর্যা গ্যাছে। মুই এ্যাখন মোর মাইয়্যা-জামাইরে কি কমু? ও আল্লাহ তুমি মোর এ্যামন সর্বনাশ হরলা কেন?
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply