শনিবার, ০৩ Jun ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ১৯৭৩ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘ ৫০ বছরে বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে সারাদেশে সমবায়ের ভিত্তিতে, অর্থনৈতিক মুক্তি অর্জনে পল্লী উন্নয়নই মূখ্য উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন।মঙ্গলবার সেই ধারাবাহিকতার আলোকে গলাচিপা উপজেলা ইউ সি সি এ লি: এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইউ সি সি এ এর সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু. শাহিন। প্রধান বক্তা হিসেবে পটুয়াখালী পল্লীউন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাসানুল হক মোল্লা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় ১২ টি ইউনিয়নের পরিচালক, সুধী গণ-মাধ্যমকর্মী সহ পল্লী উন্নয়ন অধিদপ্তরের কর্মীরা অংশ নেয়। বার্ষিক সাধারণ সভায় আগামী অর্থবছরের বাজেট, আয়- ব্যয় সহ নানা কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply