শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ বিয়ের দেড় বছর পরে হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে বউ নিয়ে এলেন মেরিন ইন্জিনিয়ার রাকিবুল ইসলাম (রাকিব)।
বরগুনার আমতলী উপজেলার তালুকদার বাজার এলাকায় এ ঘটনা বেশ চাঞ্চল্য তৈরি হয়। এদিকে হেলিকপ্টারে বউ নিয়ে আসলে রাকিবের বাড়িতে এলাকার শত শত নারী-পুরুষ ভির জমায়।
ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম সিংগাপুর ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মরত আছেন। তার বাবা পাতাকাটা ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন হাওলাদার।
আলতাফ হাওলাদার জানান, তার দুই ছেলের মধ্যে রাকিবুল ইসলাম ইসলাম ছোট। দেড় বছর আগে গলাচিপা গোল খালী গ্রামের আব্দুল কালাম মাস্টারের মেয়ে ডাঃ তুলি আক্তারের সঙ্গে সামাজিকভাবে তার ছেলের বিয়ে হয়। তাদের ইচ্ছায় সোমবার বিকেল ৪ টায় পুত্রবধূকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসেন।
রকিবুল ইসলাম বলেন, ‘হেলিপ্টারে করে বাড়িতে বউ নিয়ে আসার ইচ্ছা ছিল। অবশেষে সেই ইচ্ছা পূরণ করলাম।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply