শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলা আওয়ামীলীগের দু’গ্রুপের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। বুধবার এ দু’গ্রুপের নেতৃত্ব দিয়েছেন বরগুনা জেলা আওয়ামীলীগ ঘোষিত আমতলী উপজেলা আওয়ামীলীগ কমিটির সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ মৌখিক ঘোষিত উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও সাধারন সম্পাদক জিএম ওসমানী হাসান। দুই গ্রুপে আলাদা আলাদাভাবে কর্মসুচী পালন করায় তৃণমুল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বুধবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মতিয়ার রহমান সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ কাদের মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইসচেয়ারম মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ নুরুল ইসলাম মৃধা,এ্যাডঃ একেএম সামসুদ্দিন আহম্মেদ সানু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার,সাংস্কৃতিক সম্পাদক অশোক মজুমদার, শ্রম সম্পাদক তারিকুল ইসলাম জুয়েল মৃধা, গুলিশাখালী ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদা প্রমুখ। অপর দিকে কেন্দ্রীয় আওয়ামীলীগ মৌখিক ঘোষিত উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ গোলাম সরোয়ার ফোরকান ও সাধারন সম্পাদক জিএম ওসমানী হাসান সকাল ১০ টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা করেছে।
বরগুনা জেলা আওয়ামীলীগ ঘোষিত আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, তৃণমুল নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছি। দলকে সু সংগঠিত করতে বর্তমান কমিটি কাজ করে যাচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply