শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সঞ্জিব দাস,গলাচিপাঃ নদী আমাদের মা নদীই জীবন, নদীর নিরাপত্তা, দখল দূষণ ও নৌ চলাচলে নিরাপত্তার লক্ষ্যে জাতীয় নদী নিরাপত্তা দিবস পালন করে গলাচিপা উপজেলা নোঙর কমিটি।
কর্মসূচির মধ্যে উপজেলা সদরে প্রশাসন, নারীকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে তিন স্থানে র্যালি সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার ও নদীরক্ষা কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, নারীকর্মী হোসনে আরা জান্নাত, জাহানারা বেগম,, কুলসুম বেগম,ও ফাতিমা বেগম। সমাবেশে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নোঙর কমিটির সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল, সাংবাদিক মাজহারুল ইসলাম মলি,মিঠুন পাল,ও সাংবাদিক শিশির রঞ্জন হাওলাদার। সমাবেশে বক্তারা নদীরক্ষ,নদী দূষণ, নৌ নিরাপত্তার জন্য প্রসাশনের দায়িত্বশীল ভূমিকার জন্য আহবান জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply