বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ স্কুলশিক্ষার্থীকে মারধরের অভিযোগে চরকাজল ইউপি সদস্য মনির দফাদারের ভাই বশির দফাদারকে আটক করেছে পুলিশ। চুল বড় রাখায় ওই স্কুলশিক্ষার্থীকে মারধর করা হয় বলে জানা যায়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দোষীকে শান্তির আওতার আনার দাবি ওঠে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার অভিযুক্তকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন। মারধরের শিকার ওই ছাত্রের নাম শিমন হাওলাদার (১৩)। সে চরকাজল ইউনিয়নের বাসিন্দা দিনমজুর শাহিন হাওলাদারের ছেলে।
গলাচিপার ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, অভিযুক্ত বশিরের ভাই মনির ইউপি সদস্য। তাই বশির কোনো কিছুকে তোয়াক্কা করেন না। এমন অভিযোগ মানুষের। এ ঘটনায় ইউপি সদস্য মনিরকে তলব করা হয়েছে। উপযুক্ত জবাব না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply