মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুড়তে আসা এক পর্যটকের চুরি যাওয়া ব্যাগ ও টাকা সহ তিন জনকে আটক করেছে টুরিষ্ট পুলিশ।
সোমবার(২ জুলাই) দুপুরে পটুয়াখালীর গলাচিপা থেকে বন্ধুদের নিয়ে ঘুড়তে আসা এনামুল নামের এক পর্যটকের চুরি যাওয়া একটি ট্রাভেল ব্যাগ ও কিছু টাকা সহ চোর চক্রের তিন সদস্য ইসমাইল হোসেন,নুরুল ইসলাম মাঝি ও রাকিব কে আটক করে কুয়াকাটা টুরিষ্ট পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামালও উদ্ধার করে পুলিশ।
কুয়াকাটা টুরিষ্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আটককৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য যাদের বাড়ি বরিশালের বিভিন্ন স্থানে এবং এদের মধ্যে দুজনের নামে একাধিক মামলাও রয়েছে। তিনি জানান আটককৃতদের বিরুদ্ধে ব্যাগের মালিক এনামুল বাদি হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছে।এসময় তিনি আরো বলেন পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা টুরিষ্ট পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply