শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এই স্লোগান কে সামনে রেখে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো মা সমাবেশ। ডাকুয়া ইউনিয়নের ৪৯ নং মধ্য পাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মা সমাবেশে” অনুষ্ঠিত হয়। ‘মা সমাবেশে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার, মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: জহিরুন্নবি, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক, রেদওয়ান তালাল,ম্যানেজিং কমিটির সদস্য, তানিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য জামাল চৌধুরি, ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিত রায়। সঞ্চালনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার, মহিউদ্দিন আল হেলাল তার বক্তৃতায় বলেন, একজন মানুষের সফলতার সোপান হচ্ছে তার মা। একজন মা পারেন তার সন্তান কে সর্বোচ্চ স্থানে পৌছে দিতে। আমি আজ ইউওনো হয়েছি আমার মা সর্বক্ষণ আমাকে সাপোর্ট দিয়েছেন। আমার মা উচ্চ শিক্ষিত ছিলো না কিন্তু আমার পাশে সারাক্ষণ বসে থাকতেন। একজন মা যেভাবে স্বপ্ন দেখবেন তার সন্তানকে সেভাবে তৈরি করতে পারবেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply