শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে এক লিটার দেশিও চোলাই মদসহ থানতেও (২৮) নামের এক রাখাইন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মদসহ আটক করা হয়। আটক থান তেও উপজেলার সওদাগাড় পাড়া এলাকার ভুমং রাখাইনের ছেলে।
জানা যায়,উপজেলার মোয়াপাড়া এলাকায় দেশিও চোলাই মদ বিক্রি হচ্ছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে থান তেও(২৮) নামের এই রাখাইনকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে এক লিটার দেশিও মদ উদ্ধার করে জব্দ করা হয়।থানার এসআই মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম খান বলেন,দেশিও চোলাই মদসহ এক মাদক বিক্রেতাকে গ্রফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply