মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

চঞ্চল সাহাঃ সাগরে নিখোঁজ জেলে রবিউল মুন্সির (১৮) বাড়ীতে শোকের মাতম চলছে। শুক্রবার দুপুরে গভীর সমুদ্রে মাছ শিকাররত অবস্থায় ঝড়ের কবলে পড়ে ১৪ জন জেলে সহ এফ,বি জোবায়ের নামে ট্রলারটি ডুবে যায়। এসময় এফ,বি মুনিয়া নামে অপর একটি ট্রলার ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করতে সক্ষম হলেও রবিউল মুন্সি নামে এক জেলের সন্ধান পাননি। রবিউল মৌডুবি এলাকার ইলিয়াস মৃধার মালিকাধীন এফ,বি জোবায়ের ট্রলারে জেলের কাজ করতেন। তার বাড়ী রাঙ্গাবালী উপজেলার মৌডুবি এলাকার কাজিকান্দা গ্রামে। সে ওই গ্রামের মো.রফিক মুন্সির ছেলে। তবে তীরে ফেরার পথে এফ,বি মুনিয়া ট্রলারটিও ১৩ জন জেলে নিয়ে ডুবে যায়। এ দু’টি ট্রলারের অন্ততঃ ২৬ জন জেলে উদ্ধার হয়েছে। তবে ট্রলার দু’টিতে শিকার করা ইলিশ, জাল, জ্বালানী তেল সহ অন্ততঃ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে নিখোঁজ জেলে রবিউলের বাবা মো.রফিক মুন্সি জানান, দু’দিন ধরে পরিবারের কারোর ঘুম খাওয়া নাই, মা পাগল প্রায় । পরিবারের অন্যান্য সদস্যরাও বাকশক্তিহীন। পবিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিনিও ভতভম্ব।
এফ,বি জোবায়ের ট্রলারের মালিক মো.ইলিয়াস মৃধা জানান, রবিউলের সন্ধানে অন্য ট্রলার পাঠানো হয়েছে । তার সলিল সমাধি না ঘটলে হয়তো তিনি ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।
মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, প্রাকৃতিক দূর্যোগে কারোর কোন হাত নেই । তবে নিখোঁজ জেলে রবিউলের খোঁজে তারাও সমিতির পক্ষ থেকে সব রকম সহায়তা দেবেন বলে তিনি উল্লেখ করেন।
মৌডুবি এলাকার এক ট্রলার মালিক মো.ফেরদৌস গাজী জানান, মাছ শিকারের উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বুকভরা আশা নিয়ে গভীর সমুদ্রে যায় জেলেরা । হঠাৎ ঝড়ের কবলে পড়ে পথমে এফ,বি জোবায়ের এবং পরে এফ,বি মুনিয়া ট্রলারটিও নিমজ্জিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply