ধানকাটা হার্বেষ্টার মেশিন ভাড়া নিয়ে যন্ত্রাংশ বিক্রি; ক্ষতিপুরণ চাওয়ায় প্রাণনাশ ও মামলার হুমকি | আপন নিউজ

শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুই রাখাইন পল্লীতে অভিযা’ন, ১০০ লিটার চো’লা’ই ম’দ ধ্বংস প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম
ধানকাটা হার্বেষ্টার মেশিন ভাড়া নিয়ে যন্ত্রাংশ বিক্রি; ক্ষতিপুরণ চাওয়ায় প্রাণনাশ ও মামলার হুমকি

ধানকাটা হার্বেষ্টার মেশিন ভাড়া নিয়ে যন্ত্রাংশ বিক্রি; ক্ষতিপুরণ চাওয়ায় প্রাণনাশ ও মামলার হুমকি

আমতলী প্রতিনিধিঃ ধানকাটা হার্বেষ্টার মেশিন ভাড়া নিয়ে হান্নান গাজী যন্ত্রাংশ বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিপুরণ চাওয়ায় মেশিন মালিক সোহেল রানাকে তিনি প্রাণনাশ ও মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। বুধবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সোহেল রানা।

সোহেল রানা লিখিত বক্তব্যে বলেন, এ বছর ২ মার্চ ৩ লক্ষ টাকা ভাড়ায় আড়াই মাসের জন্য আমার ধানকাটা হার্বেষ্টার মেশিন উপজেলার ফকিরবাড়ী স্ট্যান্ডের মন্নান গাজীর ছেলে হান্নান গাজী ভাড়া নেয়। হান্নান ওই মেশিন দিয়ে রাজশাহীতে ধান কাটতে যায়। চুক্তি অনুসারে ভাড়া পরিশোধ করেনি মান্নান। উল্টো ওই মেশিনের চাকা, ব্যাটারী, ছাচ লাইট, লুকিং গøাস খুলে বিক্রি করে দিয়েছে। যার মুল্য প্রায় ৫ লক্ষ টাকা। ভাড়া টাকা ও ক্ষতিপুরণ চাইলে হান্নান আমাকে না দিয়ে টালবাহানা করতে থাকে। উপায় না পেয়ে আমি আমতলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে হান্নানের বিরুদ্ধে অভিযোগ দেই। কিন্তু হান্নান অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশ মানেননি। আমি ভাড়া টাকা ও যন্ত্রাংশ বিক্রির ক্ষতিপুরণ চাইলে তিনি আমাকে প্রাণনাশ ও মামলা দিয়ে হয়রানীর হুমকি দিচ্ছে। আমি জীবনের নিরাপত্তা ও মেশিনের যন্ত্রাংশের ক্ষতিপুরণ আদায়ে প্রশাসনের কাছে দাবী জানাই।

এ বিষয়ে হান্নান গাজী প্রাণ নাশের হুমকি দেয়ার কথা স্বীকার করে বলেন, সোহেল আমার কাছে কিছু টাকা পাবে, ওই দ্রুত পরিশোধ করে দেব। তবে সোহেল আমার বিরুদ্ধে ফেইসবুকে প্রপাগন্ডা ছড়াচ্ছেন। এ জন্য আমি মামলার দেয়ার কথা বলেছি।

অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী সার্কেল) মোঃ রুহুল আমিন হাওলাদার বলেন, অভিযোগ পেয়ে হান্নানকে ডেকে এনেছি। হান্নানের কাছে সোহেলের টাকা পাওনা রয়েছে। ওই টাকা তাকে পরিশোধ করতে নির্দেশ দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!