সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

মো.নাহিদুল হকঃ আনন্দ ও উৎসবমূখর পরিবেশে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া আবাসনের ব্যবস্থাপনা কমিটি’র নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মো. অ.আউয়াল হাওলাদার সভাপতি ও মো. রেজাউল মৃধা সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া মো. জাহাঙ্গীর হোসেন ও মো. সোনা মিয়াকে সহ-সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। শনিবার (১৪ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আবাসনের চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহন কার্যক্রম চলে। এতে আবাসনে বসবাসকারী ৬’শ নারী পুরুষ ভোট প্রদানের মাধ্যমে তাদের কাংখিত প্রার্থীকে বাছাই করেন।
জানা যায়, পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ৬’শ পরিবার মহল্লাপাড়ার এ আবাসনে বসবাস করে। এসকল পরিবারের সুবিধ-অসুবিধা ও বিভিন্ন সমস্যা দেখভালের জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট গঠিত এ কমিটি’র ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়। তবে, সভাপতি, সহ-সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ভোট প্রদানের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।
এ নির্বাচনে ২৮৭ ভোট পেয়ে আনারস মার্কার প্রার্থী মো. আ: আউয়াল হাওলাদার সভাপতি হিসেবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. লাভলু গাজী তালা মার্কা নিয়ে পেয়েছে ২২৪ ভোট। অপর প্রার্থী মো. রফিক গাজী ১১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
সহ-সভাপতি পদে উড়োজাহাজ ও মটর সাইকেল মার্কার প্রার্থী যথাক্রমে ৩৪২ ও ৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এছাড়া সাধারন সম্পাদক হিসেবে মোড়ক মার্কার প্রার্থী মো. রেজাউল মৃধা ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রার্থী দোয়াতকলম মার্কার প্রার্থী মো. সেরাজুল ইসলাম পেয়েছে ১৬৯ ভোট।
মহল্লাপাড়া পূর্ণবাসন ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে পিজিটিং অফিসার হিসেবে চারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছে। তিনি আরো বলেন, ভোট প্রহণের জন্য একজন পিজিটিং অফিসার, তিনজন সহকারি ও তিনজন পোলিং অফিসার নিয়োজিত ছিলো। তিনটি বুথে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন। এছাড়া নিরাপত্তার জন্য প্রাম পুলিশ উপস্থিত ছিলো বলে তিনি জানান।
নির্বাচন কমিশন ও লালুয়া ইউপি সদস্য লিটন সাউগার বলেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য তিনি নির্বাচনের কাজে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।
লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, আবাসনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত সকল সদস্যদের তিনি অভিনন্দন জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply