সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাচ্ছেন আবুল কালাম আজাদ। ১৭ /১০/২৩ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। এতে ১০ কর্মদিবসের মধ্যে মোহাম্মদ আবুল কালাম আজাদকে দায়িত্ব প্রদান করার জন্য গভর্নিংবডির সভাপতিকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
নোটিশে বলা হয়, কনিষ্ঠ সহকারী অধ্যাপকের পরিবর্তে জ্যেষ্ঠ সহকারী অধ্যাপককে দায়িত্ব দেয়ার বিষয়ে শিক্ষক আবুল কালাম আজাদ মাউশিতে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্তের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আবুল কালাম আজাদকে উল্লেখিত তারিখ থেকে ১০ কর্মদিবসের মধ্যে দায়িত্ব প্রদানের জন্য কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এদিকে,কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন উপেক্ষা করে অতিরিক্ত ৯ মাস দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে বক্তব্য নিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে একই কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন মো. ফারুক বলেন’ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মো.মঞ্জুরুল আলম নয় মাসের বেশি অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। যার কোন বৈধতা ছিল না বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply