সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও রয়্যাল ন্যাশনাল লাইফবোটস ইনস্টিটিউট (আরএনএলআই)এর আর্থিক সহযোগিতায় সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় “ভাসা-২” প্রকল্পের বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘সুইমসেফ: জীবনের জন্য সাঁতার’ কার্যক্রমে সফলভাবে উত্তীর্ণ শিশুরা বয়স ভিত্তিক ৪টি গ্রুপে প্রতিযোগিতায় ৬টি সাঁতার কেন্দ্র থেকে বিজয়ী মোট ৪৮ জন শিশু ছেলে-২৪জন এবং মেয়ে-২৪জন অংশ নেয়। বয়স ভিত্তিক ৪টি গ্রুপ গুলো হলো-৬ থেকে ৮ বছরের ছেলে এবং মেয়ে এবং ৯ থেকে ১০ বছরের ছেলে এবং মেয়ে। প্রতি গ্রুপে ৩জন করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্বাচন করা হয়। বয়স ভিত্তিক মোট ১২ জন শিশু প্রতিযোগীতার বিজয়ী হয় ছেলে-৬ জন এবং মেয়ে-৬ জন। প্রতিযোগিতায় মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল জব্বার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পটুয়াখালী।
অন্যান্যদের মধ্যে মোঃ এটি এম আজিম উদ্দিন, এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ শিশু একাডেমি, পটুয়াখালী ইউপি সদস্য, ভিআইপিসি সদস্য, শিক্ষক, ইমাম, শিশুদের অভিভাবক, সিএসআই এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন। সিআইপিআরবি এর পক্ষে ভাসা প্রজেক্ট এর ফিল্ড টিম ম্যানেজার ও কলাপাড়া ফিল্ড অফিসের সংশ্লিষ্ট কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিশুকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply