সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ডালবুগঞ্জ বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডালবুগঞ্জ ইউনিয়ন শাখা ও স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি মোঃ আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক ছদর আব্দুল মালেক মাষ্টার, ইউনিয়ন ইসলামী আন্দোলন নেতা ক্বারী মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজান ও সোহেল হাওলাদারসহ আলেম-ওলামারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান। আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে। ফিলিস্তিনের মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে, তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে।’
বক্তারা ইসরাইলী সকল পণ্য বর্জন করার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ডালবুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ইসরাইলের বিরুদ্ধে নানা স্লোগান দেয় তৌহিদী জনতা। সমাবেশ শেষে ইসরাইলী দখলদারদের হাত থেকে নির্যাতিত ফিলিস্তিনীদের মুক্তির জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply