কলাপাড়ায় সাইদুল হত্যার ঘটনা ভিন্নখাতে নেয়ার অভিযোগে ছোট স্ত্রীর পরিবারের সংবাদ সম্মেলন | আপন নিউজ

সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ
কলাপাড়ায় সাইদুল হত্যার ঘটনা ভিন্নখাতে নেয়ার অভিযোগে ছোট স্ত্রীর পরিবারের সংবাদ সম্মেলন

কলাপাড়ায় সাইদুল হত্যার ঘটনা ভিন্নখাতে নেয়ার অভিযোগে ছোট স্ত্রীর পরিবারের সংবাদ সম্মেলন

নুরুল আমিনঃ কলাপাড়ায় আলোচিত সাইদুল হত্যার ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ছোট স্ত্রী খাদিজার পরিবারের। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে ছোট স্ত্রী খাদিজার ‘মা’ নুর নাহার বেগম এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর বড় বোন লাইজু বেগম (২৮)। এসময় অন্যান্যদের মধ্যে খাদিজার পিতা আজিজ হাওলাদার, চাচী জয়নব বিবি, খালা ফাতেমা বেগম, ফুপু মর্তুজান বিবি, ও চাচী হ্যাপী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নিহত সাইদুল এর দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগম এর পরিবার বলেন, গত ৯ সেপ্টেম্বর রাতে কলাপাড়া উপজেলার মধ্য টিয়াখালী গ্রামের মৃত তৈয়ব আলী সরদার এর ছেলে সাইদুল (৩৮) র্দুবৃত্তের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন। উক্ত ঘটনা সংগঠিত হওয়ার সময় তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগম তাঁর স্বামী সাইদুলের বসত বাড়ীতে অবস্থান করছিল। দুর্ঘটনা সংগঠিত হওয়ার সময় খুনিরা খাদিজার বাম হাত ভেঙ্গে ফেলে ও কুপিয়ে মারাক্তক জখম করে এবং ধর্ষণের অপচেষ্টা চালায়। এই ঘটনায় আহত খাদিজা বেগম ০৯-০৯-২০২৩ তারিখ থেকে ১৬-০৯-২০২৩ তারিখ পর্যন্ত কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। মর্মান্তিক ঘটনার শিকার উক্ত খাদিজা মানসিক ভাবে পুরোপুরি সেরে উঠতে পারে নাই অথচ একটি ষড়যন্ত্রকারী চক্র সাংবাদিকদের কাছে মিথ্যা, বানোয়াট, অসত্য তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

লিখিত বক্তব্যে আরও বলেন, খাদিজা বেগমকে প্রায় এক বছর আগে অতি আগ্রহ দেখিয়ে ১৬ শতক জমি দিয়ে সাইদুল সরদার বিবাহ করেন। খাদিজা অসুস্থ বিধায় তার পরিবার বিবাহ দিতে রাজি ছিলেন না। কিন্তÍ সাইদুল, তার মা ও পরিবারের লোকজন তাদেরকে বুঝিয়ে খাদিজাকে ডাক্তার দেখিয়ে ভাল করার কথা বলে রাজী করান। বিয়ের পর সাইদুলের ১ম স্ত্রী কাকলী বেগম কখনো খাদিজাকে মেনে নিতে পারেনি। এমনকি প্রথম স্ত্রী কাকলী, সাইদুলের সাথে খাদিজার বিয়ে ভাঙ্গার জন্য বহুবার অপচেষ্টা চালায়। ফলে সাইদুল সরদার তার প্রথম স্ত্রী কাকলী ও তার পরিবারের চাপে খাদিজাকে দেয়া জমি ফিরিয়ে নিয়ে গত ৭ সেপ্টেম্বর ৩০ লক্ষ টাকা বিক্রি করেন। জমি বিক্রির টাকা থেকে ৫ লক্ষ টাকা খাদিজাকে দেওয়ার কথা বললে সাইদুলের ১ম স্ত্রী কাকলী বেগম প্রতিবাদ করেন।

তারা সাইদুল হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের সর্বোচ্চ শ্বাস্তি দাবী করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, সাইদুল হত্যার ঘটনায় সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত ও অসহায় হয়েছে খাদিজা বেগম। সাইদুলের জমি বিক্রির টাকা তাহার ব্যাংক একাউন্টটে জমা রয়েছে। উক্ত টাকা এবং সকল সম্পত্তির প্রায় সকল অংশ-ই পাবে তার ১ম স্ত্রী কাকলী ও তার ৩ কন্য, মা, ভাই বোন। খাদিজাকে তার স্বামী সাইদুল খুব ভাল বাসত। স্বামীকে হারিযে খাদিজা আজ বিধুবা। মিথ্যা মামলায় জেল জুলুম অত্যাচার নির্যাতনসহ নানা ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কিন্তু এই মর্মান্তিক ঘটনা সংগঠিত হওয়ার পর কাকলী বেগম, তাহার পরিবার এবং একটি কুচক্রী মহল হত্যা কান্ডটি ভিন্ন খাতে প্রবাহীত করার জন্য প্রকাশ্যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। হত্যা কান্ডের ঘটনা প্রকাশ্যে ও গোপনে তদন্ত করে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে পরিবারটি আকুল আবেদন জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!