বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

উত্তম কুমার, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন বাউফল উপজেলা পৌরশাখা ছাত্রদলের উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ২টায় বাউফল বরিশাল মহাসড়কে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা রাস্তায় গাছের গুরি ফেলে টায়ার ও গাছের গুড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করে। ওই সময়ে মহাসড়কটিতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভাগীয় জেলা শহর সহ দূরপাল্লা ও আভ্যন্তরীন রুটের সকল যান বাহন চলাচলে বিঘ্ন ঘটে।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, পুলিশ যাওয়ার আগেই বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তারা ফটোসেশন করার জন্য স্বল্প সময়ের মধ্যে এই ঘটনা ঘটিয়ে চলে যায়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply