বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার হেলে াবাড়িয়া জামে মসজিদ মাঠে বৃষ্টি জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর উদ্যোগে এ প্রার্থনা করা হয়। এতে ওই এলাকার কয়েকশত মানুষ অংশ নেয়।
জানাগেছে, দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় এলাকার ফসলের মাঠ পানি শুন্য হয়ে ফেটে চৌচির হয়ে পরেছে।এতে ফসলের ব্যপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ফসল রক্ষায় বৃহস্পতিবার সকালে উপজেলার হেলে াবাড়িয়া জামে মসজিদ মাঠে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। হেলে াবাড়িয়া জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহিম বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। ওই প্রার্থনায় কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সিকদার পনু, বরগুনা সরকারী কলেজের সাবেক ভিপি মাহমুদ রিয়াদ শামীম, তালতলী উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শামীম পাটোয়ারী, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম ও রেজাউল করিমসহ কয়েকশত মানুষ অংশ নেয়। বৃষ্টির জন্য প্রার্থনায় অংশ নেয়া মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ওই এলাকা। কৃষকরা বৃষ্টির জন্য কান্নায় ভেঙ্গে পরেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন,দীর্ঘদিন ধরে উপকুলীয় অ লে বৃষ্টি হচ্ছে না। এতে ফসলের মাঠ পানি শুন্য হয়ে ফেটে চৌচির হয়ে গিয়েছে। তাই বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply