বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্রের লা*শ সেপটি ট্যাংক থেকে উ দ্ধা র | আপন নিউজ

শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ কলাপাড়া উপজেলা শাখার কমিটি অনুমোদন; রাহাত সভাপতি কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ০২ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে সুবন্ধির বাঁধ লক্ষাধিক মানুষের মরণ ফাঁদ; কাটার দাবীতে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত কলাপাড়ায় দালালদের দাপটে অসহায় রোগী; ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকদের সতর্ক কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট; এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে পি’টি’য়ে জ’খ’ম আমতলীতে এক বছরের শিশু পানিতে ডু’বে মৃ-ত্যু
বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্রের লা*শ সেপটি ট্যাংক থেকে উ দ্ধা র

বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্রের লা*শ সেপটি ট্যাংক থেকে উ দ্ধা র

উত্তম কুমার, বাউফলঃ বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসার ছাত্র আতিকুল  ইসলামের (১১) লাশ একটি মসজিদের সেপটি ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (৩ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের ফজলুর রহমান মুন্সী বাড়ির মসজিদের সেপটি ট্যাংক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আতিকুল ইসলাম স্থানীয় ফজলুর রহমান রাহীমিয়া দারুল উলুম নুরানী হাফেজী ও এতিমখানার হেফজ শ্রেণির ছাত্র। আতিকের বাবার নাম সরেয়ার সরদার। পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের মধ্য জিড়াইল  গ্রামে তার বাড়ি। সে বাবা-মায়ের একমাত্র ছেলে।

 

জানা গেছে, একই মাদ্রাসার ইসমাইল (১৮) নামের এক ছাত্র আতিককে প্রায়ই জোড় করে বলৎকার করতো। ঘটনার দিন শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার ইসমাইল আতিককে বলৎকার করে। আতিক বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষকে জানানোর কথা বললে ইসমাইল তাকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা । এরপর আতিকের লাশ মাদ্রাসা থেকে প্রায় ৫শ মিটার দূরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফজলুল রহমান মুন্সীর বড়ির মসজিদের সেপটি ট্যাংকের ভিতরে ফেলে রাখে। ঘাতক ইসমাইলের বাবার নাম মৃত আলম সওদাগার, ঢাকার মানিকদি ক্যান্টমেন্ট এলাকায় তার বাসা। তার মা কুলসুম বেগম বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে দ্বিতীয় বিয়ে করেন। এই সুবাধে সে মায়ের সাথে এসে ওই মাদ্রাসায় ভর্তি হয়। ইসমাইল এ ঘটনা তার মাদ্রাসার এক শিক্ষককে জানালে তাকে আটক করে পুলিশকে খবর দেয়া হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ি সেপটি ট্যাংক থেকে আতিকের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর ঘাতক ইসমাইলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই রাতেই কয়েকশ স্থানীয় লোক  মাদ্রাসার ক্যাম্পাসে মিছিল করেছেন এবং মাদ্রাসায় হামলা করে ভাংচুর করে।

বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ‘ঘাতক ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে, আতিকের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!