গলাচিপায় সাংবাদিকদের সাথে এস এম শাহজাদার মতবিনিময় | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
গলাচিপায় সাংবাদিকদের সাথে এস এম শাহজাদার মতবিনিময়

গলাচিপায় সাংবাদিকদের সাথে এস এম শাহজাদার মতবিনিময়

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় সাংবাদিকদের সাথে এস এম শাহজাদার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের নৌকার মাঝি এসএম শাহজাদা (এমপি) মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার সময় তার গলাচিপা পৌরসভার ফিডার রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাজী মজিবর রহমান, গলাচিপা এক অংশ প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, অপর ক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাংবাদিক মো. জাকির হোসেন, সাইমুর রহমান এলিট, হারুন-অর-রশিদ, সোহাগ রহমান, মুনতাসির মামুন, মেহেদী মাসুদ, রিয়াদ হোসেন, সঞ্জিব দাস, কমল সরকার, সঞ্জীব সাহা, রুবেল আকন, হাসান এলাহী, জিকো, পলাশ হালদার, উজ্জল, অটল পাল, জিল্লুর রহমান জুয়েল, মো. নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কাওসার আহম্মেদ তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় এসএম শাহজাদা (এমপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে দ্বিতীয়বারের মতো আমাকে মনোনয়ন দিয়েছেন। গত পাঁচ বছরে আমি এমপি হওয়ার পরে আমার কোন অর্থনৈতিক উন্নতি হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার হলফনামায় ৭৫ লক্ষ টাকা ঋণ ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা। আমার ব্যবসা আছে, সেই ব্যবসা থেকেই আমার আয় হয়, আমার আয়ের আর অন্য কোন বিকল্প পথ নেই।

তিনি আরো বলেন, পটুয়াখালী-৩ আসনের জনগণের জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। জনগণের জন্য কাজ করতে গিয়ে আমি আমার দুটি সন্তান ও স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারছি না। আমার মা মারা গেছেন এজন্য আমি নিজেকে এখনো দায়ী মনে করি। আমি যদি এমপি না থাকতাম তাহলে হয়তো মাকে উন্নত চিকিৎসা করানোর জন্য আরো একটু বেশি সময় দিতে পারতাম। সাংবাদিকদের এক প্রশ্নে গলাচিপা ব্রীজের বর্তমান অবস্থা জানতে চাইলে এসএম শাহজাদা বলেন ব্রীজের প্রক্রিয়া চলমান, ফান্ড ট্রান্সফার হয়ে গেছে এখন ব্রিজ না হওয়ার কোন কারণ নেই। তবে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসতে না পারে এবং আমি যদি এমপি হতে না পারি তাহলে কি হয় আমি বলতে পারব না।

এ সময় গলাচিপা প্রেস ক্লাবের এক অংশের সভাপতি সমিত কুমার দত্ত মলয় গলাচিপা উপজেলার উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে তার সাথে খোলামেলা আলোচনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!