সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুর রহমান তালুকদার বলেছেন, আমরা নৌকার পক্ষে আছি, শেখ হাসিনার পক্ষে আছি। কিন্তু সোনার নৌকার মধ্যে দৈত্য ঢুকেছে। যা পায়, তাই খায়। তাই সোনা রূপার পানি দিয়ে সেই নৌকা ধুতে হবে।’
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল রাঙ্গাবালী উপজেলা সদরের বাহেরচর বাজারে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এই মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, ‘আমি এমপি হবার জন্য নির্বাচনে নামিনি। নৌকা থেকে দৈত্য নামাতে হবে।’
‘আমি নির্বাচিত হলে এই জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। রাঙ্গাবালীকে গলাচিপা ও কলাপাড়ার সঙ্গে সড়ক যোগাযোগের আওতায় আনতে ফেরি চালু করবো।’
ঈগল প্রতীকের সমর্থনে রাঙ্গাবালী উপজেলা আওয়ামলী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply