সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
১১ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ওয়াটার কিপার্স বাংলাদেশ, কলাপাড়া আঞ্চলিক শাখার সমন্বয়ক ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু।
এছাড়াও উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক, নাহিদুল হক, গণমাধ্যমকর্মী ছগির হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রান্তজন এর আঞ্চলিক সমন্বয়ক সাইফুল্লাহ মাহমুদ, আমরা কলাপাড়াবাসীর সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মো: আল ইমরান, সাবেক সভাপতি নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হেমায়েত উদ্দিন প্রমুখ।
অতিথিরা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিবেশ সুরক্ষায় সবার এগিয়ে আসা উচিত। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো। আজ আমরা কলাপাড়াবাসীর আয়োজনে সদস্যরা হেলিপোর্ট পরিষ্কার করছে, এটা খুবই ভালো উদ্যোগ। আমরা কলাপাড়াবাসীর ভালো কাজগুলো এভাবেই ছড়িয়ে পড়ুক সবার মধ্যে। পরিচ্ছন্নতা অভিযানের শেষাংশে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ময়লা রাখার ঝুড়ি বিতরন করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply