সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তিন কে পিটিয়ে জখম করা হয়েছে।
আহতরা হলেন-মোঃ শহিদুল ইসলাম (৪০), তার স্ত্রী সাইনুর বেগম (৩৫) ও বোন রাবেয়া বেগম (২৫)। বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোঃ শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব জমিজমা বিরোধের জেরে একই এলাকার মোঃ আলী আহম্মেদ মুসল্লী, তার ছেলে মোঃ মোকসেদুল ইসলাম ও মোঃ রাকিবুল ইসলাম আমাদের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা লাঠি ও রড দিয়ে আমাকে ও আমার স্ত্রী এবং ছোট বোনকে পিটিয়ে জখম করে। তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের আমরা হামলা থেকে রক্ষা পাই, পরে আত্মীয়-স্বজনদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হয়েছি। এ বিষয়ে অভিযুক্ত মোঃ আলী আহম্মেদ মুসল্লী’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply