মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
উত্তম কুমার, বাউফলঃ বাউফল উপজেলা পরিষদ মাঠে জমকালো আয়োজনে শুরু হয়েছে ডিসি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধনী খেলা। উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টটি বুধবার রাত ৮ টায় উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
এসময় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মিলাদ। টুর্নামেন্টে বাউফল পৌরসভায়সহ মোট ২৬ দল অংশগ্রহণ করছে। উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটবৃন্দ, এসিল্যান্ড, পৌর সচিব, উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধী সমাজের ব্যক্তিবর্গ।
এসময় জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, খেলা ধুলার মাধ্যমেই সম্ভব মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ে তোলা। এসময় খেলা ধুলায় বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply