গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন: তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে | আপন নিউজ

রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কলাপাড়ায় স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন: তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন: তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে তীব্র গরমেও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা জুড়ে চলছে নির্বাচনী নানা জল্পনা-কল্পনা। সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সভা-সমাবেশে যোগ দিচ্ছেন বিভিন্ন পাড়া-মহল্লায়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক দিচ্ছে না। দলটির পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত করে দেয়া হয়েছে। তাই ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এমনকি সমর্থকরা সম্ভাব্য প্রার্থী হিসেবে তোড়জোড় শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৈরি করেছেন সমর্থক গোষ্ঠী। এ ছাড়া ভোটের মাঠে বিএনপি-জামায়াত না থাকায় নির্বাচনের মাঠে চলছে নানা মেরূকরণ। জানা গেছে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে চেয়ারম্যান পদে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মু.সাহিন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামিলীগ এর মহিলা বিষয়ক সম্পাদিকা ওয়ানা মার্জিয়া নিতু। ভাইস চেয়ারম্যান (পুরুষ) জেলা মৎস্যজীবিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ আহসান কচিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাড.রিফাত হাসান সজীব ও রেজাউল কবির মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা.হেলেনা বেগম, মোসা.শিরিন নহার আক্তার, তহমিনা আক্তার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটাররা জানান, জনপ্রতিনিধি হিসেবে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। জনবিচ্ছিন্ন কোনো প্রার্থীকে নির্বাচিত করতে চান না। শতভাগ যোগ্য ব্যক্তিকেই ভোট দেবেন ভোটাররা।

আগামী ২১ মে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাচনে জনবান্ধব ও পছন্দের প্রার্থীর পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। উপজেলা জুড়ে নির্বাচন নিয়ে এখন সর্বত্রই চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!