গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং

গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় গলাচিপা নাগরিক কমিটির অফিস কক্ষে এ প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া মার্কার মুহাম্মদ শাহিন কে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেয়া হয়। সব ধরনের পেশাজীবিদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গড়ে উঠেছে গলাচিপা নাগরিক কমিটি। তাদের জনহিতকর কার্যাবলি সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলে। তাইতো সাধারণ মানুষের কথা চিন্তা করে গলাচিপা নাগরিক কমিটি ঘোড়া মার্কার মুহাম্মদ শাহিন এর প্রতি সমর্থন জ্ঞাপন করে।

এ সময় গলাচিপা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শংকর লাল দাশ বলেন, আসছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নাগরিক কমিটির ভাবনা ও করণীয় কাজ আছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম উপজেলা গলাচিপা: শিক্ষা, পর্যটন, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, কৃষি, সাংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে এখনও নানান সমস্যা রয়েছে। এসকল সমস্যা বিভিন্ন ফোরামে তুলে ধরা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তা নিরসনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে একজন যোগ্য নেতৃত্ব নির্বাচন করা আমাদের প্রধানতম কর্তব্য বলে মনে করি। আমাদের সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা গলাচিপার সার্বিক উন্নয়নে নিবেদিত রয়েছেন। তার অন্যতম সহযোগী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে মাননীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সার্বিক সমন্বয় প্রয়োজন। তাই তার সহযোগী হিসেবে গলাচিপা উপজেলাবাসীর উন্নয়নের জন্য আমরা মুহাম্মদ শাহিনকে সমর্থন করছি। আশা করি আপনার তার পক্ষে জনমত গড়ে তুলবেন এবং তাকে বিজয়ী করবেন। এ সময় গলাচিপা নাগরিক কমিটি সভাপতি অধ্যাপক (অবঃ) মু. সোহরাব আলী হাওলাদার বলেন, গলাচিপা নাগরিক কমিটি আপনাদের সকলের পাশে আছে এবং থাকবে। গলাচিপা উপজেলাকে আমরা সবার জন্য শান্তিপূর্ণ নিরাপদ স্থান হিসেবে দেখতে চাই। সেক্ষেত্রে আমরা সৎ, সাহসী, বলিষ্ঠ ও জাতির জনকের আদর্শের প্রতি নিবেদিত সৈনিক, নব্বইয়ের গণ আন্দোলনের রাজপথের লড়াকু নেতা মুহাম্মদ শাহিন কে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে ২১ মের নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে সাড়া দেবেন বলে আশা করছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!