রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো.তৌহীদুর রহমান মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া এ সভার আয়োজন করেন।
কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির।
কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া নাগরিক ফোরামের সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply