বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

উত্তম কুমার, বাউফলঃ বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন সিকদারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে আদালতে মামলা করেন আল মামুন সন্যামত নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য। রোববার ১৮ আগষ্ট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ওই সেনা সদস্য এ মামলা দায়ের করেন। নেছার উদ্দিন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
সোমবার বিকেলে ওই অভিযুক্ত চেয়ারম্যানের বিচারের দাবিতে কালিশুরী বাজারে মানববন্ধনও করেন স্থানীয় ব্যবসায়ীরা।
মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ২০২২ সালে টেষ্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থায়নে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্দ্যোগ নেয়। কিন্তু আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন দলীও প্রভাব বিস্তার করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা তুলে তা আত্মসাৎ করেন। মামলার বাদী আল মামুন সন্যামত মামলার এজাহারে উল্লেখ করেন, ওই বছর ২৫ মে বেলা ১০ টা থকে ১১টার দিকে অস্ত্রের ভয় দেখাইয়া সিসি ক্যামেরা স্থাপনের নামে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারে কাছ থেকে ৫লাখ টাকা চাঁদা তোলে ইউপি চেয়ারম্যান। এমনকি নেছার উদ্দিন সিকদার তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। মামলায় একমাত্র আসামী করা হয়েছে ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদারকে ও সাক্ষী হিসাবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা রাখা হয়েছে ২১জন।
এ বিষয়ে কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন সিকদার কে ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক অবস্থায় রয়েছে ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply