শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
মাইনুদ্দিন আল আতিক, বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের ঝাউতলা ফোরলেন ওয়াকওয়েতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রশিদীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মুহা. হাবিবুর রহমান হাওলাদার, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা মুহা. আনসার উল্লাহ আনসারী, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি উপাধ্যক্ষ মুহাম্মাদ জসিম উদ্দিন জাফর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আন্দোলন করে এক ফ্যাসিস্টকে হটানো হয়েছে, নতুন করে অন্য কোনো ফ্যাসিস্ট যদি ক্ষমতায় এসে দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের কঠিনভাবে প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের রাজনৈতিক সংগঠনকে আজীবনের জন্য বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। তাই সর্বদা আমাদের নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ গঠনের জন্য সুযোগ দিতে হবে এবং পরামর্শ দিয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, বাংলাদেশ মুজাহিদ কমিটি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply