রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী ব্রীজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “টিয়াখালী বাজার” (হাট) আনুষ্ঠানিক শুভ যাত্রা শুরু করেছে।
প্রতি সপ্তাহের বৃহস্পতিবার টিয়াখালী হাট (বাজার) নিয়মিত চালু থাকার দৃঢ় প্রত্যয় ঘোষনা করে আনুষ্ঠানিক শুভ যাত্রার প্রাক্কালে প্রীতি ফুটবল খেলা, হারি ভাঙা, গরু বাজারে প্রথম গরু ও ছাগল ক্রয়কারী ব্যক্তিকে পুরস্কৃত করার মধ্যদিয়ে টিয়াখালী হাট (বাজার) কমিটির আনুষ্ঠানিকতায় শুভ উদ্বোধন করেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.তোফাজ্জেল হোসেন হাওলাদার। ওই বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য,গরু মহিষ, ছাগল, হাস মুরগী কবুতর বিক্রির জন্য অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
গরুর বাজারের ব্যবসায়ীরা প্রতি বৃহস্পতিবার টিয়াখালী বাজারে গরু, মহিষ, ছাগল, ভেড়া,হাস, মুরগী, ব্রয়লার, কবুতর, বিক্রেতাগন কে এই বাজারের উন্নতিকল্পে নিয়মিত আসার আমন্ত্রণ জানিয়েছেন।
বৃহস্পতিবার শেষ বিকেলে বিজয়ীদের পুরস্কৃত করেন বাজার কমিটি।
টিয়াখালী বাজারটিতে সুলভ মুল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদী সহ ব্যবহার্য সব কিছুই টিয়াখালী বাজারে পাওয়া যাবে এমন কথা নিশ্চিত করেছেন টিয়াখালী বাজার পুন: প্রতিস্ঠায় সর্বাত্মক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে বাজার উন্নয়নে সকলের সহযোগিতা ও ভালোবাসা কামনা করেছেন টিয়াখালী বাজার কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক, জনবান্ধন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্যাদা। প্রীতি ফুটবল খেলায় কলাপাড়া একাদশ ও আমতলী একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন।
টিয়াখালী হাটের আনুষ্ঠানিক শুভ যাত্রায় এসময় উপস্থিত ছিলেন, টিয়াখালী বাজার কমিটির অন্যতম, ইউনিয়ন যুবদল সভাপতি মো.বশির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক, গাজী মো.নিয়াজ মোর্শেদ, বাজার কমিটির কামরুজ্জামান ফোরকান, মো.বজলু প্যাদা, রুবেল প্যাদা, জাফর প্যাদা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply